বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ড্রামা বাজিয়ে স্বাগত জানালেন স্ত্রী লতা শিন্ডে। রাজ্যে বেশ কিছু দিন ধরে চলা রাজনৈতিক উত্থান-পতনের পর্ব মিটতে মঙ্গলবার নিজের বাংলোয় ফিরেছেন একনাথ। তাই স্বামীর সাফল্যে খুশি হয়ে তাঁকে স্বাগত জানাতে নানান আয়োজন করেছেন স্ত্রী লতা। ড্রামা, ব্যান্ড পার্টিরও ব্যবস্থা ছিল সেখানে। খুশিতে তিনি নিজেও ড্রাম বাজালেন।
সদ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নেন একনাথ। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরে অনেক চাপ গিয়েছে। এ বার একটু শান্তিতে নিশ্বাস নিতে চাই। পরিবারের সঙ্গে সময় কাটাতে কিছুটা সময় চাইছি। সেই মতো একনাথ মঙ্গলবার ঠাণের বাংলো ‘শুভদীপ’-এ পৌঁছন।
একনাথ শিন্ডের রাজনৈতিক জীবনে বিরাট ভূমিকা রয়েছে স্ত্রী লতার। পরিবারের সব সিদ্ধান্তও তিনি নেন। শিন্ডের জীবনের সব থেকে কঠিন সময়ে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন লতা। একনাথ শিন্ডের রাজনৈতিক জীবনে যে হেতু তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সে কারণে স্বামী মুখ্যমন্ত্রী হওয়ায় আবেগকে চেপে রাখতে পারেননি লতা। তারই বহিঃপ্রকাশ ঘটেছে লতার ড্রাম বাজানোর মাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য, একনাথ-লতার তিন ছেলে— দীপেশ, শুভারা এবং শ্রীকান্ত। ২০০০ সালে এক মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় দীপেশ এবং শুভারার মৃত্যু হয়। সেই দুর্ঘটনায় কোনওক্রমে শ্রীকান্ত বেঁচে গিয়েছিলেন। এই ঘটনার পর একনাথ অবসাদে ভুগতে থাকেন। একনাথের ওই পরিস্থিতি মেনে নিতে পারছিলেন না লতা। এই পরিস্থিতিতে তাঁকে অবসাদ থেকে বার করে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন লতা। একনাথকে তিনি রাজনীতির দুনিয়ায় নিয়ে আসেন। স্বামীর এই জয় আসলে তাঁরই জয়। তাই সেই জয়কে উদযাপন করতেই নানান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন লতা।


Skip to content