শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ভাইয়ের সঙ্গে বনিশা পাঠক

কোভিডে বাবা-মাকে হারানো বনিশা পাঠক দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষায় প্রথম হওয়ার পর হাতে পেলেন ঋণশোধ করার নোটিস। কত টাকা? ২৯ লক্ষ টাকা শোধ করার নোটিস ধরানো হয়েছিল ১৭ বছরের বনিশাকে। এই খবর প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ সরকার-সহ একাধিক বেসরকারি সংস্থাও তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক ব্যক্তিও। অনেকেই ঋণ শোধের পাশাপাশি বনিশা এবং তার ভাইয়ের পড়াশোনার খরচের জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি নজরে রেখেছেন বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। বনিশা ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষায় রাজ্যে সেরা হয়েছে। যদিও এতবড় সাফল্যের পরও স্বস্তি মেলেনি বনিশার। এলআইসি এজেন্ট বনিশার বাবা ঘর তৈরির জন্য গৃহঋণ নিয়েছিলেন এলআইসি থেকে। সেই এলআইসি-ই বনিশাকে নোটিস পাঠায় ঋণশোধের জন্য। যদিও বনিশা সংস্থাকে জানিয়ে দেয় তার পক্ষে এখনই সম্ভব নয় ঋণ শোধ করা। কিন্তু এর পরও তাকে নোটিস পাঠানো নয়। তবে স্বস্তির কথা হল, বনিশার জীবনযুদ্ধের কথা প্রকাশ্যে আসার পর এলআইসি কর্তৃপক্ষ আর তাকে কোনও নোটিস পাঠাবে না বলে জানিয়ে দিছেন।

Skip to content