সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

মধ্যপ্রদেশের বিজেপি সরকার আবগারি নীতিতে একগুচ্ছ পরিবর্তন এনেছে। নতুন নিয়মে এ বার থেকে মধ্যপ্রদেশে পানশালা খোলা রাখা যাবে না। মদ কেনা যাবে শুধু স্বীকৃত মদের দোকান থেকে। তবে শর্তও রয়েছে। মদ কিনে দোকানের কাছাকাছি কোনও জায়গায় বসে মদ্যপান করা যাবে না। মদ্যপান করতে হবে বাড়িতে। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার আবগারি নীতিতে এই বদল এনেছে।
এই প্রসঙ্গে মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্র বলেন, রাজ্যে মদ্যপানে লাগাম টানতেই সরকার এই পদক্ষেপ করেছে। এমনকি, রাজ্যে শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে খোলা যাবে না মদের দোকান। পুরানো নিয়মে এই ব্যবধান ছিল ৫০ মিটারের। নতুন আবগারি নীতিতে, মত্ত অবস্থায় যাতে কেউ গাড়ি চালাতে না পারেন সে বিষয়েও পদক্ষেপ করা হয়েছে। এক্ষেত্রে অভিযুক্তদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৪: মন তোর শক্তিই ‘মন্ত্রশক্তি’

ভয় ধরাচ্ছে অ্যাডিনোভাইরাস, ছড়িয়ে পড়ছে নিরবে, কী ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুকে যত্নে রাখবেন?

সম্প্রতি নিয়ন্ত্রিত আবগারি নীতির পক্ষে সওয়াল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। তিনি সবাইকে মদের পরিবর্তে দুধ খাওয়ার আহ্বান জানিয়েছিলেন। মদের দোকানের সামনে দু’টি গরুকে বেঁধে রেখে তিনি প্রতিবাদ জানান মদ বিক্রি এবং মদ খাওয়ার বিরুদ্ধে। দলের নেত্রীর এই প্রতিবাদের পরেই রাজ্যে মদ্যপানকে নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রদেশ শিবরাজ সিংহ চৌহানের সরকার পদক্ষেপ করল।

Skip to content