প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এর মধ্যে গতকাল অতিভারী বৃষ্টির জেরে ধস নেমেছে সিকিমের ২০ মাইলে। ফলে বুধবার ওই এলাকায় বন্ধ হয়ে যায় চলাচল। বুধবার ভোররাত থেকে সিকিমগামী রাস্তায় শুরু হয় তীব্র যানজট। সবথেকে বেশি ক্ষতি হয়েছে ২০ মাইলের ১০ নম্বর জাতীয় সড়ক। নাথুলা যাওয়ার রাস্তাতেও অল্পবিস্তর ধস নেমেছে৷ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ধস সারানোর কাজ শুরু করেছে। পুরো ঘটনার জেরে সিংথাম থেকে তেমি তারকু, রংপো ও রোরাথাংয়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে, সিকিম আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে লাল সতর্কতা জারি করা হতে পারে তিস্তা এবং অন্যান্য নদীতে বলে জানা গিয়েছে।