শিবসেনা নেতা সঞ্জয় রাউত
রবিবার সকালে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল ইডি। রাউতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। জানা গিয়েছে, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে এই অভিযান চলছে।
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকারের যখন পতন হল সে সময়ও এই মামলায় সঞ্জয়কে তলব করে ইডি। রাউত গত ১ জুলাই ইডি দফতরে গিয়েছিলেন। ফের তাঁকে গত ২০ জুলাই তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আবার তাঁকে গত ২৭ জুলাই ডাকা হয়। সংসদের অধিবেশনে ব্যস্ত তাই হাজিরা দেওয়া সম্ভব নয় বলে তাঁর আইনজীবী ইডি-কে জানান। সেই সঙ্গে তাঁর আইনজীবী জানান আগামী ৭ অগস্টের পর সঞ্জয় হাজিরা দিতে পারবেন।
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকারের যখন পতন হল সে সময়ও এই মামলায় সঞ্জয়কে তলব করে ইডি। রাউত গত ১ জুলাই ইডি দফতরে গিয়েছিলেন। ফের তাঁকে গত ২০ জুলাই তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আবার তাঁকে গত ২৭ জুলাই ডাকা হয়। সংসদের অধিবেশনে ব্যস্ত তাই হাজিরা দেওয়া সম্ভব নয় বলে তাঁর আইনজীবী ইডি-কে জানান। সেই সঙ্গে তাঁর আইনজীবী জানান আগামী ৭ অগস্টের পর সঞ্জয় হাজিরা দিতে পারবেন।
উল্লেখ্য, ইডি পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় রাউতের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। গত এপ্রিলে সঞ্জয়-পত্নী বর্ষা ও তাঁর দুই সহযোগীর কাছ থেকে সাড়ে ১১ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা ইডি। দাদরে বর্ষার ফ্ল্যাট, আলিবাগে সঞ্জয় ঘনিষ্ঠ সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না ও বর্ষার যৌথ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
সঞ্জয়ের দাবি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইডির হানা নিয়ে তিনি টুইটারে রাউত লিখেছেন, ‘মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান। শিবসেনা ছাড়ব না… মৃত্যু হলেও আত্মসমর্পণ করব না। জয় মহারাষ্ট্র।’ এও লিখেছেন, ‘আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে বলছি… বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছেন। লড়াই চালিয়ে যাব।’
সঞ্জয়ের দাবি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইডির হানা নিয়ে তিনি টুইটারে রাউত লিখেছেন, ‘মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান। শিবসেনা ছাড়ব না… মৃত্যু হলেও আত্মসমর্পণ করব না। জয় মহারাষ্ট্র।’ এও লিখেছেন, ‘আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে বলছি… বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছেন। লড়াই চালিয়ে যাব।’