সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুলুতে। এই ভয়াবহ বাস দুর্ঘটনায় স্কুল পড়ুয়া-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিকটবর্তী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।
জেলা প্রশাসন সূত্রে খবর, অন্তত ৪০ জন পড়ুয়া ছিল ওই স্কুলবাসটিতে। বাসটি নিওলি-সামশ রোড দিয়ে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে কুলুর ডিসি আশুতোষ গর্গ বলেন, জাংলা গ্রামের কাছে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বাসটি গভীর খাদে পড়ে যায়। দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। নিহতদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।

মর্মান্তিক বাস দুর্ঘটনা দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর। টুইটে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রশাসনকে সব রকম সাহায্যের আশ্বাসের কথা টুইটে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।


Skip to content