শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দু’জন পুলিশকর্মী ও তিন শিশু-সহ গত ২৪ ঘণ্টায় মোট নয় জনের মৃত্যু হয়েছে। নয় জনের মধ্যে কাছাড় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে ধস নেমে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরপেটায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত আট জন এখনও নিখোঁজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কামরূপ, করিমগঞ্জ, বাজালি, উদলগুড়িতে এক জন করে মৃত্যু হয়েছে। চার জনের নিখোঁজ পাওয়া যায়নি ডিব্রুগড়ে। এক জন করে নিখোঁজ হওয়ার খবর মিলেছে কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে। এই নিয়ে অসমের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭১। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, আধা সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল। এখনও পর্যন্ত অসমের ৩৩টি জেলায় বন্যায় ৪২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানা গিয়েছে, প্রায় পাঁচ হাজারেরও গ্রাম জলের তলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় খোলা ত্রাণ শিবিরে প্রায় ১ লক্ষ ৮৬ হাজারের মানুষ আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।


Skip to content