শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


জাহাদ-জিয়া।

অবশেষে কেরলের রূপান্তরকামী যুগল জাহাদ পাভাল ও জিয়া পাভাল মা-বাবা হলেন। বুধবার সকালে নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয় শিশুটি। জিয়া জানিয়েছেন, কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম হয়। মা ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন। দেশে এই প্রথম এমন ঘটনা ঘটল।
সম্প্রতি রূপান্তরিত পুরুষ জাহাদ এবং রূপান্তরিত মহিলা জিয়া নিজেদের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। জাহাদ-জিয়া দু’জনেই অভিভাবক হতে পেরে খুবই খুশি। তাঁরা অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটও করিয়েছিলেন। সেই সব ছবি জিয়া ইনস্টাগ্রামে ভাগ করে নেন। ইনস্টাগ্রামে জিয়া লিখেছিলেন, ‘‘আমার মা হওয়ার ও জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।’’
আরও পড়ুন:

ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ১১০০০, ধ্বংসলীলায় বেঁচে গিয়েও হাড় জমানো ঠান্ডা আর ক্ষুধায় মৃত্যুমুখে মানুষ

স্টিলের সিঙ্কে জলের দাগ পড়ছে? লেবু ও ভিনিগারেই উধাও হবে সব

জাহাদ-জিয়া তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। দেখা হওয়ার পরেও তাঁরা হরমোন থেরাপি করিয়েছিলেন। তারপর তাঁরা অভিভাবক হতে চান। তাই কিছু দিনের জন্য তাঁরা তাঁদের হরমোন থেরাপি বন্ধ রেখেছিলেন। শিশুর জন্মের পর আবার তাঁরা হরমোন থেরাপি শুরু করবেন।
আরও পড়ুন:

যোগা-প্রাণায়াম: শরীর-মনকে সুস্থ রাখতে করুন সুদর্শন ক্রিয়া, বিশ্রাম নিন যোগনিদ্রায়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫: মেরুর দিকে পৃথিবী কিছুটা চাপা, তাই এখানে দুটি কাছাকাছি অঞ্চলের মধ্যেও সূর্যালোকের পার্থক্য অনেকটা

সমাজমাধ্যমে সেই সব ছবিগুলি ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয়ে যায়। ছবিতে দেখা গিয়েছে, জাহাদ খালি গায়ে স্ফীত উদরে হাত দিয়ে দাড়িয়ে রয়েছেন। চোখেমুখে আনন্দের আভাস! শাড়ি পরে দক্ষিণী সাজে দেখা যাচ্ছে জিয়াকে। যদিও শিশুটি ছেলে না মেয়ে তা এখনও জানা যায়নি।

Skip to content