শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শিক্ষা মন্ত্রকের অধীনের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) সাংসদ কোটায় ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১২ এপ্রিল সব কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপ্যালদের উদ্দেশে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিশেষ কোনও কোটায় কারওর ভর্তি নেওয়া যাবে না। প্রসঙ্গত, স্থানীয় সাংসদরা এতদিন নিজেদের সুপারিশে কমপক্ষে ১০ পড়ুয়াকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে পারতেন।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ সুপারিশের তালিকা বড্ড বেশিই বড় হওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, সাংসদদের কোটা তুলে দেওয়া হয়নি। অন্যান্য বিশেষ অনুমোদনের মতোই আপাতত স্থগিত রাখা হয়েছে।
কেন্দ্রীয় এই পদক্ষেপের নিন্দায় সরব বিরোধী দল তৃণমূল কংগ্রেস। টিএমসি সাংসদ শান্তনু সেনের কথায়, এটি খুবই অনভিপ্রেত। এই সিদ্ধান্তের ফলে দুঃস্থ মেধাবী পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে।’ সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য দলীয় কার্যালয়ে লটারির আয়োজন করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেটের এই অনুষ্ঠানকে ঘিরে প্রশ্ন তুলেছিল তৃণমূল। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১,৭৫,২৬১ পড়ুয়া ভর্তি হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে। এর মধ্যে ৭৩০১ জন এমপি কোটায় ভর্তি হয়েছে।

Skip to content