রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থার কাছে সাংবাদিকরা কোন সূত্র থেকে খবর পাচ্ছেন, তা আর গোপন রাখতে পারবেন না। বুধবার এমন নির্দেশ দিয়েছে নয়াদিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালত। বুধবার রাউস অ্যাভিনিউ জেলা আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ‘ক্লোজার রিপোর্ট’ বাতিল করে দেওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়েছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজনের বক্তব্য, তদন্ত চলাকালীন সাংবাদিক কোন সূত্রে খবর পেয়েছেন তা গোপন রাখতে পারেন না তদন্তকারী সংস্থার কাছে। সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাংবাদিককে সব তথ্য প্রকাশ করতে হবে। অঞ্জলি মহাজন এও জানিয়েছেন, ২০০৯ সালের প্রকাশিত এই খবরটির মূল সূত্র কী এবং কোন নথিপত্রের ভিত্তিতে প্রতিবেদনটি তা লেখা হয়েছিল, সে সম্পর্কিত সব তথ্য তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে। সিবিআইয়ের বিশেষ আদালত বুধবার নির্দেশ দিয়েছে এই মামলা সংক্রান্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে।
আরও পড়ুন:

বাংলায় ফের বাড়বে তাপমাত্রার পারদ! শীত কী জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস?

শিশুর প্রতিরোধশক্তি কী ভাবে বাড়বেন চিন্তা করছেন? তাহলে ছোট থেকেই এই কয়েকটি বিষয়ে গুরুত্ব দিন

সিবিআই আদালত এও নির্দেশ, এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি মুলায়ম সিংহ যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির মামলার শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। ঠিক তার আগের দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি তাঁকে নিয়ে এক সংবাদপত্রে একটি খবর ছাপা হয়। তবে পরে জানা যায় ভুয়ো নথিপত্রের ভিত্তিতে সাংবাদিকটি প্রকাশ করা হয়েছিল। শেষমেশ, সেখানেই তদন্ত থেমে যায়।

Skip to content