বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা এবার আরও ভয়াবহ আকার নিল। সোমবার সকাল থেকেই চলছিল উদ্ধারকার্য। একে একে রোপওয়ে থেকে বের করে আনা হচ্ছিল আটকে থাকা পর্যটকদের। তখনই দড়ির সাহায্যে বায়ুসেনার কপ্টারে তোলার সময় হাত ফসকে যায় রোপওয়ের ট্রলিতে আটকে থাকা এক পর্যটকের। আর এক হাত বাড়ালেই কপ্টার ছুঁতে পারতেন। কিন্তু সেখানেও যে দুর্ঘটনা পিছু ছাড়ল না। হাত থেকে ফসকে গেল দড়ি। তারপর একেবারে নীচে পাথুরে জমিতে পড়ে মৃত্যু হল ওই পর্যটকের। ইতিমধ্যে দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকার্য চলাকালীন এই মর্মান্তিক ঘটনার সেই দৃশ্যের ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী কপ্টার থেকে ফেলা দড়ি ওই পর্যটকের হাত থেকে ফসকে গিয়েছিল। প্রায় এক হাজার পাঁচশ ফুট উচ্চতা থেকে নীচে পাথুরে জমিতে পড়ে মৃত্যু হয়েছে ওই পর্যটকের।

রবিবার বিকেলে দেওঘরে বৈদ্যনাথ মন্দিরের নিকট ত্রিকূট পাহাড়ে রোপওয়ে ছিঁড়ে যাওয়ায় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বেশ কয়েকজন পর্যটক। এদিন ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে দু’টি ট্রলিতে সংঘর্ষ হয়। যার কারণে মৃত্যু হয় দু’জন পর্যটকের। এরপর সোমবার সকাল থেকে চলে উদ্ধারকার্য। এর মধ্যেই আবার হাত থেকে দড়ি ফসকে মৃত্যু হয় ওই পর্যটকের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, যে সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত ২৫ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, ২৩ জন পর্যটক এখনও আটকে রয়েছেন রোপওয়ের ট্রলিতে।

Skip to content