রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সন্ধ্যা টোপনো

তল্লাশি চালানোর সময় এক মহিলা সাব-ইনস্পেক্টরকে পিষে দিল পিকআপ ভ্যান। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাঁচীর টুপুদানাতে।
পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে গরু পাচার করা হচ্ছে। সেই মতো পুলিশের একটি বিশেষ দলকে নিয়ে টুপুদানায় যান ওই মহিলা সাব-ইনস্পেক্টর। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন ঝাড়খণ্ড পুলিশের মহিলা সাব-ইনস্পেক্টর সন্ধ্যা টোপনো। এমন সময় একটি পিকআপ ভ্যানকে তিনি দাঁড় করানোর চেষ্টা করছিলেন। সে সময় চালক গাড়ি না থামিয়ে সোজা ধাক্কা মারেন সন্ধ্যাকে। এই ঘটনায় গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাব-ইনস্পেক্টর সন্ধ্যা টোপনোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক সন্ধ্যাকে তীব্র গতিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাঁচী পুলিশের এসএসপি কুশল কুমার জানিয়েছেন, ওই ফাঁড়ির দায়িত্বে ছিলেন সন্ধ্যা টুপুদানা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকেও আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে হরিয়ানাতেও এরকম একটি ঘটনা ঘটেছে। সেদিন পুলিশের ডিএসপি সুরেন্দ্র সিংহ নুহতে এলাকায় তল্লাশি অভিযানে গিয়েছিলেন। তিনি যখন তল্লাশি চালাচ্ছিলেন সে সময় একটি ডাম্পার তাঁকে পিষে মারে। এই ঘিটনায় খনি মাফিয়ারা যুক্ত বলে জানা গিয়েছে। পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Skip to content