রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


মধ্যপ্রদেশের বালেশ্বর মন্দিরে কুয়ো ভেঙে পুণ্যার্থীদের পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। এ প্রসঙ্গে ইনদওরের জেলাশাসক ইলিয়ারাজা টি জানিয়েছেন, ‘‘স্নেহনগরে বালেশ্বর মন্দিরের এই দুর্ঘটনায় মোট ৩৫ জন মারা গিয়েছেন। উদ্ধার করা গিয়েছে ১৪ জনকে। এখনও একজন নিখোঁজ। চিকিৎসার পরে দু’জন নিরাপদে বাড়ি ফিরেছেন। অন্যদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হলেও এখনও তা চলছে।’’
বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে পুজো দিতে এসেছিলেন কয়েকশো পুণ্যার্থী। প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী পুজো চলাকালীন দর্শনের জন্য মন্দিরের ভিতর একটি কুয়োর ছাদে উঠে পড়েন। বহু পুরনো সেই কুয়োর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢাকা ছিল। প্রায় ৩০-৪০ জন ওই ছাউনিতে উঠে পড়ায় তা হুড়মুড়িয়ে ভেঙে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:

কলকাতায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু ঝড়বৃষ্টি, ভিজবে আরও তিন জেলা, সঙ্গে দমকা হাওয়া

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৭: অ্যাকোয়াপোনিক্স প্রযুক্তির প্রয়োগে উৎকৃষ্টমানের মাছ এবং গাছ বেড়ে উঠতে পারে

অনেকের মৃত্যু হয়েছে কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

Skip to content