রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অবশেষে মঙ্গলবার দেশে বেসরকারি ট্রেন পরিষেবা চালু হয়ে গেল। প্রথম ট্রেনটি তামিলনাড়ুর কোয়ম্বত্তূর থেকে মহারাষ্ট্রের সিরিডি পর্যন্ত যাবে। সিরিডিতে বৃহস্পতিবার পৌঁছে ট্রেনটি আবার শনিবার কোয়ম্বত্তূরে ফিরে আসবে। ২০টি বগির এই ট্রেনটিতে মোট ১,১০০ যাত্রী রয়েছেন। বাতানুকূল কোচের সঙ্গে স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সবই রয়েছে। কোয়ম্বত্তূরের ‘সাউথ স্টার’ নামের একটি সংস্থাটি মূলত পর্যটকদের দেশের ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য এই ট্রেন চালাবে। ট্রেনটি চলবে রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে। এর আগে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি ট্রেন চালালেও, একেবারে বেসরকারি উদ্যোগে এই প্রথম ট্রেন পরিষেবা শুরু হল মঙ্গলবার। সম্প্রতি বেসরকারি পর্যটন সংস্থাগুলির হাতে রেল ১৫০টি ট্রেনকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশা ও কর্নাটক সরকারও ট্রেন পরিষেবা শুরু করতে চেয়ে আবেদন জানায়। মঙ্গলবার শুরু হওয়া রেল পরিষেবার জন্য ‘সাউথ স্টার’ সংস্থাকে দক্ষিণ রেলের কাছের এক কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়েছে। পাশাপাশি সংস্থাটিকে বছরে ৩.৩৪ কোটি টাকা করে দিতে হবে রেলকে।


Skip to content