রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

দেশের কোভিড গ্রাফ আরও ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার করোনা সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজারের গণ্ডি। শুক্রবারের স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬,০৫০ জন। উদ্বিগ্ন কেন্দ্র সরকার তাই শুক্রবারই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। কোভিড মোকাবিলায় রাজ্যগুলি কতটা প্রস্তুত, তা দেখতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দেশে কোভিড সংক্রমণের রেখচিত্র আরও ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কোভিড সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত শুক্রবারের বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৬,০৫০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবারের সঙ্গে বৃহস্পতিবারের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে দেখা যাবে, ২৪ ঘণ্টার মধ্যে দেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ।
আরও পড়ুন:

চৈত্রেই কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া দফতর

হেলদি ডায়েট: দ্রুত রোগা হতে চান? ভরসা রাখুন সুপারফুড ডালিয়াতে

ইডেনে কেকেআর জিততেই ‘ঝুমে জো পাঠান’! গ্যালারিতেই নাচলেন শাহরুখ

কিছু দিন ধরে দেশে সংক্রমণের হার বেড়েই চলেছে। বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও খানিক উদ্বেগের মধ্যে রেখেছে। যদিও মৃত্যুর হার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বিশেষ কারণ ছাড়া কোনও কোভিড আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। বৃহস্পতিবার সারা দেশে কোভিডে আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,৩০,৯৪৩। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিডে তিন জনের মৃত্যু হয়েছে । কর্নাটক এবং রাজস্থানে দু’জন করে মারা গিয়েছেন। দিল্লি, হরিয়ানা, গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে এক জন করে মারা গিয়েছেন।
আরও পড়ুন:

কিছুতেই কমছে না ওজন? তাহলে লেবুর রস দিয়ে কফি খেয়ে দেখুন

যোগা-প্রাণায়াম: নিয়মিত যোগাভ্যাসেই মনের স্থিরতা বাড়বে

রাজ্যভিত্তিক পরিসংখ্যানে অনুযায়ী, এই মুহূর্তে সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র রয়েছে শীর্ষে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে এক দিনে আক্রান্ত হয়েছেন ২১৬ জন। করোনা রোগীর সংখ্যা বাড়ায় চেনা উদ্বেগ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। এদিকে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে। এখনও জোরকদমে টিকাকরণ চলছে। কেন্দ্র তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

Skip to content