শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এবার মহিলাদেরও ভারতীয় নৌসেনার বিশেষ বাহিনীতে নিযুক্ত করা হবে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে এক পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় সেনার মধ্যে কেবল নৌসেনাই প্রথম বিশেষ বাহিনীতে কমান্ডো হিসাবে মহিলাদের নিয়োগ করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, মহিলারাও এখন নৌসেনায় কমান্ডো হতে পারবেন। যদিও এর জন্য তাঁদের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে কোনও মহিলার যদি নৌসেনায় কমান্ডো হিসেবে যোগ দিতে চান তাহলে পাশ করতে হবে কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষা। এর পরই নৌসেনায় কর্মরত মহিলা মেরিন কমান্ডোর বিশেষ বাহিনীর প্রতিনিধিত্ব করা যাবে।
আরও পড়ুন:

খাই খাইঃ চিতল মাছের তো খেয়েছেন, এবার চিংড়ির মুইঠ্যার স্বাদ নিন, রইল সহজ রেসিপি

স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক রাসায়নকের ব্যবহার, হতে পারে মারণরোগও, গবেষণায় চাঞ্চল্যকর দাবি

উল্লেখ্য, নৌসেনার কমান্ডো বাহিনীকে মার্কোস বলা হয়। যে কোনও কঠিন পরিস্থিতিতে শত্রুপক্ষকে জবাব দিতে মার্কোস বাহিনীর সুনাম রয়েছে। এই বাহিনী জল, স্থল, অন্তরীক্ষ— তিন জায়গাতেই সমান দক্ষ। যুদ্ধজাহাজ, অফশোর ইন্সস্টলেশন প্রভৃতি ক্ষেত্রে অতি উচ্চক্ষমতাসম্পন্ন মার্কোস বাহিনী পারদর্শী।

উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’

যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক এক নৌসেনা আধিকারিকের কথায়, বিশেষ অভিযান, বোমারু বিমান ওড়ানো, যুদ্ধজাহাজে দায়িত্ব সামলানো— এক কথায় নৌসেনাতে সর্বত্রই এখন মহিলাদের নিয়োগ চলছে। ভারতীয় নৌসেনা নিজেকে লিঙ্গনিরপেক্ষ বাহিনীতে বদলে ফেলেছে।

Skip to content