রবিবার ৬ অক্টোবর, ২০২৪


এক ভারতীয় দম্পতির ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫টি বন্দুক! ভিয়েতনাম ফেরত ওই দম্পতি জেরায় জানিয়েছেন, এর আগেও তাঁরা এ ধরনের কাজ করেছেন। ওই ব্যক্তির স্ত্রীও এই গোটা ঘটনায় জড়িত বলে শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে। ৪৫টি বন্দুকের বাজারমূল্য প্রায় ২২.৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
এর আগে তাঁরা তুরস্ক থেকে ২৫টি বন্দুক এনেছিলেন, যার বাজারমূল্য ছিল প্রায় ১২.৫ লক্ষ টাকার মতো। ৪১ বছর বয়সি অভিযুক্ত ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী বুধবার দিল্লি বিমানবন্দরে নামেন। সঙ্গে তাঁদের ছ’মাসের কন্যা সন্তানও ছিল। ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। তাকে তাঁর ঠাকুমার কাছে রাখা হয়েছে।
বুধবার বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেল’ পার করার সময় শুল্ক দফতরের আধিকারিকদের চোখে পড়ে ওই ট্রলি ব্যাগটি। ব্যাগ খুলতেই তাঁরা অবাক হয়ে যান। একে একে সাজানো ৪৫টি বন্দুক।
শুল্ক দফতরের এক আধিকারিকের কথায়, ‘অভিযুক্ত ওই ব্যক্তির কাছে দু’টি ট্রলি ব্যাগ ছিল। ব্যাগগুলি তাঁকে দিয়েছিলেন তাঁর দাদা। তাঁর দাদাও ওই সময়ে প্যারিস থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। এর পর ভাইকে ব্যাগগুলি দিয়ে তিনি উধাও হয়ে যান।


Skip to content