শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দেশ জুড়ে ক্ষোভ, বিক্ষোভ, অবরোধ, আন্দোলনের মাঝেই অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর হতে চেয়ে রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়ল। তরুণ প্রজন্মের মধ্যে অগ্নিপথ প্রকল্প নিয়ে যে ব্যাপক আগ্রহ রয়েছে তা এই আবেদনের সংখ্যাতেই স্পষ্ট।
সাম্প্রতি বায়ুসেনার বিভাগের একটি পরিসংখ্যানে উঠে এসেছে সেই তথ্য। পরিসংখ্যান অনুযায়ী, বায়ুসেনার জারি করা বিজ্ঞপ্তির মাত্র ছ’দিনের মধ্যে দু’লক্ষেরও বেশি তরুণ-তরুণী অগ্নিবীর হতে চেয়ে আবেদন করেছেন। যদিও বায়ুসেনা প্রথম বছরে অগ্নিপথ প্রকল্পে কেবল তিন হাজার তরুণ-তরুণীকে নিয়োগ করবে।
আগামী ৫ জুলাই বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শেষ হবে।
এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র অশোক ভূষণ বুধবার একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, এখনও পর্যন্ত ২ লক্ষ ১ হাজার জন তরুণ-তরুণী আবেদন করেছেন অগ্নিবীর বায়ু হওয়ার জন্য। আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুলাই।
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গত ১৪ ফেব্রুয়ারি স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য অগ্নিপথ প্রকল্পের নিয়োগ নিয়ে ঘোষণা করেছিলেন। অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য প্রথমে বায়ুসেনাই ২৪ জুন বিজ্ঞপ্তি জারি করে। অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সশস্ত্র বাহিনীর তিন শাখায় মোট ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তিন হাজার জন তরুণ তরুণীকে নিয়োগ করা হবে বায়ুসেনায়।

Skip to content