বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

করোনা সংক্রমণ রুখতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারত। অন্য দেশ থেকে আসা যাত্রীদের নিয়ে আরও সাবধান হওয়ার নীতি গ্রহণ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারত খুব তাড়াতাড়িই ৬টি দেশ থেকে ভারতে আসা যাত্রীদের উপর নতুন বিধিনিষেধ জারি হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ওই ৬টি দেশ থেকে যাত্রীরা ভারতে এলে তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করতে পারে।
বুধবার একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, ওই রিপোর্টের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা ওই রিপোর্টে বলা হয়, বিদেশ থেকে গত দু’দিনে ভারতে আসা ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। উল্লেখ্য, গত দু’দিনে মোট ৬০০০ বিমানযাত্রীর কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিদেশ থেকে আসা ৩৯ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: নিয়ম করে খান আমন্ড? ভালো থাকবে হার্ট, এড়ানো যাবে রিঙ্কল! এর বহুমুখী পুষ্টিগুণ সম্পর্কে জানা আছে কি?

রোজ চায়ের পরিবর্তে গ্রিন টি খান? অতিরিক্ত পরিমাণে এই চা খেলে কী কী সমস্যা হতে পারে জানেন?

চিন ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, সিঙ্গাপুর এবং তাইল্যান্ডে ক্রমশ সংক্রমণ বাড়ছে। ওই ৬টি দেশ থেকে আসা যাত্রীরা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হলে তবেই ভারতে প্রবেশের অনুমতি পাবেন। শুধু তাই নয়, ওই সব দেশ ঘুরে যে সব যাত্রীরা দেশে ফিরবেন তাঁদেরও পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে থাকতে হবে। এই নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকেই চালু হতে পারে।
আরও পড়ুন:

শীতের আমেজে লোভনীয় কিছু খাওয়ার ইচ্ছা? রেস্তরাঁর মতো ঝটপট বানিয়ে ফেলুন সুখা মরিচ মাটন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৫: রবীন্দ্রনাথ নিজের ডাক্তারি নিজেও করেছেন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেছেন, ভারতে আগামী জানুয়ারি মাসে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভারত আগামী ৪০ দিনের মধ্যে প্রত্যক্ষ করতে পারে সেই সংক্রমণ বৃদ্ধির হার। সে কারণেই বিমান বন্দরে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করতে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক।
এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে খতিয়ে দেখবেন সেখানকার স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামো ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না।

Skip to content