ছবি প্রতীকী
দেশে সংক্রমণের সংখ্যা এক ধাক্কায় অনেকটা নামল। পর পর চার দিন সংক্রমিতের সংখ্যা ১৮ হাজারের উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা কমে হয়েছে ১৬,৬৭৮। গতকাল রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮,২৫৭।
সংক্রমণের রাজ্যভিত্তিক ফলাফল বলছে, কেরল, তামিলনা়ড়ু ও মহারাষ্ট্রকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। টানা তিনদিন দৈনিক করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হয়েছেন ২৯৬২ জন। কেরলে ২,৮৮৪, মহারাষ্ট্রে ২,৫৯১, তামিলনাড়ু ২,৫৩৭ এবং ও কর্নাটকে ৯৪২ করোনায় সংক্রমিত হয়েছেন।
দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৯৯ শতাংশে। ২৬ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৬২৯ জন।
সারা দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৯ লক্ষ ৮৩ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জনের। ১৯৮ কোটি ৮৮ লক্ষ ৭৭ হাজার ৫৩৭ টিকাকরণ হয়েছে।
সংক্রমণের রাজ্যভিত্তিক ফলাফল বলছে, কেরল, তামিলনা়ড়ু ও মহারাষ্ট্রকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। টানা তিনদিন দৈনিক করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হয়েছেন ২৯৬২ জন। কেরলে ২,৮৮৪, মহারাষ্ট্রে ২,৫৯১, তামিলনাড়ু ২,৫৩৭ এবং ও কর্নাটকে ৯৪২ করোনায় সংক্রমিত হয়েছেন।
দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৯৯ শতাংশে। ২৬ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৬২৯ জন।
সারা দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৯ লক্ষ ৮৩ হাজার ১৬২ জন সুস্থ হয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জনের। ১৯৮ কোটি ৮৮ লক্ষ ৭৭ হাজার ৫৩৭ টিকাকরণ হয়েছে।