বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

দেশে প্রতি ঘণ্টায় অন্তত ১০০ জন করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলেছে, ২,৪৫১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। রিপোর্ট অনুযায়ী, গত ১৮ মার্চের পর দৈনিক সংক্রমণের নিরিখে এই সংখ্যা সর্বোচ্চ! উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০-এর গণ্ডি পেরিয়েছিল। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪ জন করোনা আক্রান্তের। এর মধ্যে শুধু কেরলেই মৃত্যু হয়েছে ৪৮ জনের। উত্তরাখণ্ড, গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পঞ্জাবে একজন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও রোজ করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়ছেন ২৪ ঘণ্টায় দিল্লিতে! দিল্লির পরই দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৭ জন। কেরলে আক্রান্ত ৩৩২ জন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে এবং কর্নাটকে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২০৫ জন, ১৭৯ জন এবং কর্নাটকে ১০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে।

Skip to content