সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আরও বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন দু’হাজার ৬৭ জন। গত মঙ্গলবার এই সংখ্যাটি ছিল ১,২৪৭ জন। চিন্তার বিষয় হল, প্রায় ৬৬ শতাংশ করোনা রোগীর সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। উদ্বেগ বেড়েছে কোভিডে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কোভিড সংক্রমণে বুধবার দেশে ৪০ জন রোগীর মৃত্যু হয়েছে। যদিও মঙ্গলবার মৃত্যু হয়েছিল মাত্র এক জনের। এদিকে, দিল্লিতে এক দিনে কোভিড সংক্রমণের হার বেড়েছে ২৬ শতাংশ! রাজধানী দিল্লিতে সোমবার নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে। দুশ্চিন্তা বড়ছে কেরলকে নিয়েও। এই রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৮ জন। দেশে যে ৪০ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে ৩৪ জনই কেরলের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩৪০। আর ১,৫৪৭ জন করোনা রোগী একদিনে সুস্থ হয়ে হয়েছেন।

Skip to content