শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। মৌসম ভবনের পূর্বাভাস যদি মিলে যায় তাহলে চলতি সপ্তাহেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর তার পরই ইয়েমেনের নাম রাখা ঘূর্ণিঝড় ‘মোকা’ তৈরি হতে পারে। যদি এই ঘূর্ণিঝড় তৈরি হলে তাহলে কোথায় তাণ্ডব চালাতে পারে, এ বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে এর মাঝেই আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন।
এ প্রসঙ্গে সোমবার মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘মোকা’ যদি শেষমেশ তৈরি হলে তাহলে তা ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ এ পরিণত হতে পারে। তাই স্থলভাগে ভয়ঙ্কর ভাবে ‘মোকা’ আছড়ে তাণ্ডব চালাতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতিও ব্যাপক হতে পারে। তবে কোনও কোনও ক্ষেত্রে স্থলভাগে ঘূর্ণিঝড় পৌঁছনোর পরে তার শক্তি কিছুটা কমে যায়। যদিও ‘মোকা’র ক্ষেত্রে তেমন কিছু হবে কি না, তা এখনও পরিষ্কার করে জানা যায়নি।
আরও পড়ুন:

সাহিত্য জগতে নক্ষত্রপতন, সমরেশ মজুমদার প্রয়াত!

উত্তম কথাচিত্র, পর্ব-৩৪: স্বপ্ন ও দুঃস্বপ্নের ‘রাত-ভোর’

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে সোমবার সকালেই নিম্নচাপ তৈরি হয়েছে। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার সে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পরে ঘূর্ণিঝড় ধীরে ধীরে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর, উত্তর-পশ্চিম দিক অগ্রসর হবে। ঘূর্ণিঝড় ১১ তারিখের পরই তার পথ পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে সে বাঁক নিয়ে উত্তর, উত্তর-পূর্ব দিক হয়ে বাংলাদেশ-মায়ানমার হয়ে উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: বেশিক্ষণ থাকলে আরও কী কী হতো কে জানে, মুহূর্তে নৌকা ঘোরাল বনি

ভবিষ্যবাণী: ভিন দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন? জেনে নিন গ্রহের কোন অবস্থানে আপনার বিদেশ যাত্রা পাকা হতে পারে

ঘূর্ণিঝড় কি বাংলাদেশ বা মায়ানমারে তাণ্ডব চালাতে পারে? আবহাওয়ার একাধিক মডেল অনুযায়ী জানা গিয়েছে, ঝড়ের অভিমুখ বাংলাদেশ বা মায়ানমারে দিকে হতে পারে। সে ক্ষেত্রে ‘মোকা’ বাংলাদেশ বা মায়ানমারের মধ্যে কোনও একটি দেশে আঘাত হানতে পারে। তবে তবে এটা কেবল সম্ভাবনা। এ নিয়ে মৌসম ভবনও কিছু জানায়নি। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পুরো পরিস্থিতির উপর সর্বক্ষণ তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় ‘মোকা’ চলতি সপ্তাহে স্থলভাগে আছড়ে পড়তে পারে। যদিও তবে এ নিয়ে মৌসম ভবন এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।

Skip to content