শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কর্ণাটকের উদুপিতে দুই ছাত্রী পরীক্ষা দিতে এলেন হিজাব পরিহিত অবস্থায়। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হল না পরীক্ষা কেন্দ্রে। ওই দুই ছাত্রীর নাম জানা গিয়েছে আলিয়া আসাদি এবং রেশম। এঁরা দুজনে উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে হিজাব পরে আসেন পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই তাঁদের বাধা দেওয়া হয়। তাঁরা বেশ কিছুক্ষণ ধরে কলেজের অধ্যক্ষ ও পরিদর্শকের কাছে পরীক্ষায় বসার অনুরোধ জানান। কিন্তু অনুরোধে কোনও কাজ হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনেই ওই দুই ছাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এমন অবস্থায় কোনও আশ্বাস না পেয়ে ওই দুই ছাত্রী কলেজ চত্বর থেকে বেরিয়ে যান।


Skip to content