ছবি: প্রতীকী।
গরমে জেরবার অবস্থা উত্তর ভারতের। দিল্লিতে তাপমাত্রার পৌঁছে গিয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার দিল্লির সর্বোচ্চ পারদ ছিল ৪৬.২ ডিগ্রি। এখন উত্তর ভারতের গড় তাপমাত্রার পারদ দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।
সোমবার মৌসম ভবন উত্তর ভারতের একাধিক রাজ্যে জারি করেছিল তাপপ্রবাহের সতর্কতা। দিল্লির পাশাপাশি দক্ষিণ হরিয়ানা, দক্ষিণ উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তাপপ্রবাহ চলছে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২০: শোওয়ার বালিশ বিছানা কেমন হবে? শক্ত না নরম?
তবে আবহবিদেরা আশা করছেন, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মৌসম ভবনের বিজ্ঞানী সোমা সেন রায়। সে কারণে মঙ্গলবার থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে গরম কিছুটা কমতে পারে। মঙ্গলবার ঝাড়খণ্ড ছাড়া কোনও রাজ্যে মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি।
#WATCH | "We have issued heatwave alert for today for south Haryana, Delhi, south UP, north MP, Jharkhand, Bihar and Bengal. Tomorrow, heatwave alert is not given for any place other than Jharkhand," says IMD scientist Soma Sen Roy
"Yes, there is a strong possibility that is… pic.twitter.com/rTosMR4Owe
— ANI (@ANI) May 22, 2023
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: ‘এক হাতে তালি বাজে না’ বা ‘গাছের খায় তলারও কুড়োয়’, এদের ইংরেজিতে কী বলে?
শিশুদের ঝুলে থাকলে উচ্চতা বাড়ে? এই ধারণা কি আদৌ ঠিক?
মৌসম ভবন এও জানিয়েছে, দিল্লি-সহ একাধিক রাজ্যে বুধবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী দু’দিনে বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড এবং দিল্লির কোনও কোনও অংশে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এক দিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। মৌসম ভবন আগামী কয়েক দিন দক্ষিণে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কেরল, তেলঙ্গানা এবং কর্নাটকে বৃষ্টি হতে পারে। এই সব রাজ্যে আগামী কয়েক দিন আবহাওয়া একই রকম থাকবে বলে মৌসম ভবন জানিয়েছে।
এক দিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। মৌসম ভবন আগামী কয়েক দিন দক্ষিণে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কেরল, তেলঙ্গানা এবং কর্নাটকে বৃষ্টি হতে পারে। এই সব রাজ্যে আগামী কয়েক দিন আবহাওয়া একই রকম থাকবে বলে মৌসম ভবন জানিয়েছে।