কাশীর জ্ঞানবাপী মসজিদের জলাশয়ে পাওয়া শিবলিঙ্গকে (মতান্তরে ফোয়ারা) সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশের বারাণসীর আদালত। কিন্তু শিবলিঙ্গকে সিল করে দেওয়া হলেও মসজিদে নমাজ বন্ধ করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, যেখানে শিবলিঙ্গ রয়েছে, সেই স্থানটি সিল করে রাখতে হবে। সেখানে যাতে কাউ প্রবেশ না করতে পারে তার জন্য জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে মসজিদে মুসলিমদের প্রবেশের সংখ্যাও নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।