রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


গুজরাতের একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগেছে। বৃহস্পতিবার রাতে জামনগর এলাকার অ্যালেন্টো নামে একটি হোটেলে আগুন লাগে। ওই হোটেলের মধ্যে আটকে পড়েছেন আবাসিকরা। পুলিশের আশঙ্কা, হোটেলের মধ্যে অন্তত ২৫ জন আবাসিক আটকে রয়েছেন।

আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনালস্থলে পৌঁছয় বিশাল দমকল বাহিনী। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, হোটেলে সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগেছে। এই মুহূর্তের খবর, রাত সাড়ে দশটা পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হতাহতের ব্যাপারেও পুলিশ কিছু জানায়নি।

Skip to content