বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এবার থেকে ট্রেনের টিকিট বাতিলেও বাড়বে খরচ। এতদিন পর্যন্ত টিকিট বাতিল করলে ক্রেতার কাছ থেকে শুধু বাতিল-মূল্য বাবদ প্রাপ্য অর্থই নিত রেল। এ বার সেই বাতিল-মূল্য বাবদ রেলের প্রাপ্য অর্থের উপর যুক্ত হবে জিএসটি। অর্থাৎ একজন যাত্রী যদি নিশ্চিত টিকিট বাতিল করেন তাহলে তাঁকে রেলকে বাতিলের মুল্যের সঙ্গে সরকারকেও দিতে হবে কর। উল্লেখ্য, ওই টিকিটের জন্য যাত্রী ইতিমধ্যেই একবার কর দিয়েছেন।
এ নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক গত ৩ অগস্ট একটি সার্কুলার জারি করেছে। অর্থ মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিট এই সার্কুলার জারি করে। ট্রেনের নিশ্চিত হওয়া টিকিট এবং হোটেলে ঘর সংরক্ষণ বাতিলের ক্ষেত্রে কর যুক্ত করার কথা বলা হয়েছে ওই সার্কুলারে। সেই সঙ্গে অর্থমন্ত্রক জারি ওই সার্কুলারে কর নেওয়ার কারণও বিস্তারিত জানিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ হল এক প্রকার চুক্তি। সেই চুক্তি ভারতীয় রেল এবং তার গ্রাহকের মধ্যে হয়। তাই গ্রাহক টিকিট বাতিল করার অর্থ তিনি চুক্তি ভঙ্গ করছেন। রেল সেই চুক্তি ভঙ্গের জন্যই গ্রাহকের থেকে অর্থ নেয়। অর্থ মন্ত্রকের বক্তব্য, রেলের নেওয়া বাতিল মূল্য যেহেতু পরিষেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিভঙ্গের জন্য একটি লেনদেন, তাই এক্ষেত্রে আইন অনুযায়ী সরকারকেও কর দিতে হবে। ঠিক এই কারণেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা সার্কুলারে টিকিট বাতিলের মূল্যের উপর পণ্য ও পরিষেবা কর বসানোর কথা উল্লেখ করা হয়েছে।
সার্কুলারে এও জানানো হয়েছে, ট্রেনের টিকিট কাটা এবং বাতিল করার সময় দুটি ক্ষেত্রেই একই হারে কর দিতে হবে। এত দিন টিকিট কাটার সময় ৫ শতাংশ কর দিতে হতো যাত্রীদের। ৫ শতাংশ হারে বসত পণ্য এবং পরিষেবা কর বসত টিকিটের ভাড়ার উপর। নতুন নিয়মে টিকিট বাতিল করার সময়ও মূল্যের উপর ফের ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে যাত্রীকে।

একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে। এসি ফার্স্ট ক্লাস কোচের টিকিট সফরের ৪৮ ঘণ্টা আগে বাতিলে রেল নেয় ২৪০ টাকা। টিকিট কাটার সময় যাত্রীকে ৫ শতাংশ জিএসটি দিতে হয়। আবার বাতিলকারীকে টিকিট বাতিলের সময় ওই ২৪০ টাকার উপরে ফের ৫ শতাংশ জিএসটি দিতে হবে। একই নিয়ম এসি টু-টায়ার, থ্রি টায়ার, সাধারণ স্লিপার শ্রেণির কোচের টিকিটের ক্ষেত্রে। আবার রেলের নিয়ম অনুযায়ী, সফরের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট দামের ২৫ শতাংশ নেওয়া হয় বাতিল মূল্য হিসাবে। এখন থেকে পণ্য পরিষেবা কর তারই উপর বসবে।


Skip to content