Skip to content
বুধবার ৯ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

টিকাকরণের নিয়মে বদল আনল কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ জুলাই শুক্রবার থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। সারা দেশে ক্রমশ সংক্রমণে বৃদ্ধি পাচ্ছে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। বিনামূল্যে দেওয়া বুস্টার টিকা দেওয়া চলবে ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত।
ইতিমধ্যে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে মোদি সরকার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। বিনামূল্যে বুস্টার দেওয়ার সিদ্ধান্ত সেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেন, ‘দেশ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে টানা ৭৫ দিন বিনামূল্যে টিকা দেওয়া হবে ১৮-ঊর্ধ্বদের।’