শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


৭৪তম প্রজাতন্ত্র দিবসে ‘স্বদেশপ্রেমে’র ছবি দেখা গেল গুগল ডুডলেও। বৃহস্পতিবার সার্চ ইঞ্জিনের স্ক্রিনে সকলের ফুটে উঠেছে রাষ্ট্রপতি ভবন, কুচকাওয়াজ, ইন্ডিয়া গেট, কর্তব্যপথের ছবি। গুজরাতের আমদাবাদের চিত্রশিল্পী পার্থ কোথেকার গুগল ডুডলের এই ছবি এঁকেছেন।
দেশের সংবিধান কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। দিনটিকে স্মরণ করতেই দেশ জুড়ে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সেনা কুচকাওয়াজে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিত থাকনে বিশিষ্ট অতিথিরাও। প্রতি বছরই এই দিনটিতে বিদেশি কোনও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। এ বছর প্রধান অতিথি হয়ে এসেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসি।
আরও পড়ুন:

‘দুয়ারে’ স্বাস্থ্য কমিশন! এ বার থেকে চিকিৎসা নিয়ে অভিযোগ শুনতে কমিশন কর্তারা ঘুরবেন জেলায় জেলায়

সত্যিই ‘ডিভোর্স’-এর পথে গায়ক নচিকেতা? জবাব দিলেন স্বয়ং গায়কই

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে অমৃত মহোৎসবের সূচনা করেছে। উতসব চলবে এক বছর ধরে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ঐতিহ্য এবং বহুত্ববাদী আদর্শকে তুলে ধরতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Skip to content