![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/PubG-Game.jpg)
সম্প্রতি পাবজি খেলতে বাধা দেওয়ায় লখনউয়ে মাকে গুলি করে খুন করে বছর ষোলোর এক কিশোর। কিন্তু মাকে খুন করেও তার কোনও অনুতাপ নেই। ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার তাকে আদালতে তোলা হলে শুনানির সময় ও বলে, আমি স্বীকার করছি মাকে খুন করেছি। রাতভর পার্টিও করেছি। এর জন্য যা শাস্তি দিতে হয় তাই দিন। মৃত্যুদণ্ডে ভয় পাই না।
কিশোরকে লখনউয়ের যে সংশোধনাগারে রাখা হয়েছে সেখানকার এক কর্মীর বক্তব্য, ওই কিশোর এখানে এসেই ভালো খাবার খাওয়ার বায়না করছে। মাঝে মাঝে চিৎকার করছে। এখনও মায়ের প্রতি বিদ্বেষ কমেনি। এত বড় অপরাধ করেও সে অনুতপ্ত নয়। এমনকি, অন্য আসামিদের মাকে সে কীভাবে এবং কী কারণে খুন করেছে সবও বলছে।
কিশোরকে লখনউয়ের যে সংশোধনাগারে রাখা হয়েছে সেখানকার এক কর্মীর বক্তব্য, ওই কিশোর এখানে এসেই ভালো খাবার খাওয়ার বায়না করছে। মাঝে মাঝে চিৎকার করছে। এখনও মায়ের প্রতি বিদ্বেষ কমেনি। এত বড় অপরাধ করেও সে অনুতপ্ত নয়। এমনকি, অন্য আসামিদের মাকে সে কীভাবে এবং কী কারণে খুন করেছে সবও বলছে।