সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ফের ধস নামল সিকিমের গ্যাংটকে। জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে বড়সড় ধস নেমে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রাত ১টা ১৫ মিনিট নাগাদ ধস নামে। ওই ধসের মধ্যে পড়ে যায় বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি। এই দুর্ঘটনায় বিমল মঙ্গার স্ত্রী এবং দুই সন্তানের মৃত্যু হয়েছে। দুই সন্তানের মধ্যে এক জনের সাত অ অন্যজনের ১০ বছর বয়েস। এই ঘটনায় এখনও পর্যন্ত বিমল মঙ্গারের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
এদিকে, হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পঙে, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এইসব জেলা গুলিতে ভারী বৃষ্টির হবে বলে জানান হয়েছে। এর ফলে তোর্সা, তিস্তা, জলঢাকা এবং সঙ্কোশ নদীর জলস্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা রয়েছে পাহাড়ি এলাকায় ধস নামারও।

Skip to content