শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

তাইল্যান্ড এবং মায়ানমার থেকে আসা ৪ বিদেশির দেহে করোনার উপসর্গ ধরা পড়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন বিহারের গয়া জেলার এক স্বাস্থ্য আধিকারিক। নিয়ম মতো বিমান গয়া বিমানবন্দরে নামার পর সবার কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে তাইল্যান্ড এবং মায়ানমা থেকে আগত ৪ বিদেশির কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
গয়া জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার সিংহ বলেন, বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে মোট ৩৩ জন বিদেশির কোভিড পরীক্ষা করানো হয়েছিল। তাঁদের মধ্যে তা এই ৪ তীর্থযাত্রীর করোনা ধরা পড়েছে। তাঁরা যে হোটেলে উঠেছিলেন, সেখানেই সবাইকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

হাসপাতালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সোমবার ১২টা নাগাদ এমসে ভর্তি করানো হয় নির্মলা সীতারমনকে

দমদম বিমানবন্দরে করোনার উপসর্গ নিয়ে বিদেশি মহিলা, পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি-তে

রঞ্জনকুমার সিংহ জানিয়েছে তাইল্যান্ড এবং মায়ানমার থেকে আসা ৪ বিদেশি শারীরিক আবস্থা স্থিতিশীল। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৭৫ বছরের মধ্যে। এদিকে বিহারের দু’টি বিমানবন্দর-সহ রেলস্টেশনগুলিতে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে বলে রঞ্জন জানিয়েছেন।

Skip to content