শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


আরজেডি নেতা শরদ যাদব প্রয়াত।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা শরদ যাদব প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। কন্যা সুভাষিণী বৃহস্পতিবার টুইটারে শরদ যাদবের প্রয়াণের কথা জানান। টুইটারে তিনি লিখেছেন, ‘‘বাবা আর নেই।’’ প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রবীণ নেতা শরদ যাদব লোকসভায় ৭ বারের সাংসদ ছিলেন। ৩ বারের সাংসদ ছিলেন রাজ্যসভায়। তিনি জেডিইউয়ের জাতীয় সভাপতি ছিলেন ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। পরে দলবিরোধী কাজের অভিযোগে শরদকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:

থাইরয়েডের সমস্যায় ভুগছেন না তো? শরীরে এই ৮টি লক্ষণ দেখা দিলে তা থাইরয়েডের সমস্যা হতে পারে

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

শরদের জন্ম ১৯৪৭ সালের ১ জুলাই। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার ববাই গ্রামে তাঁর জন্ম হলেও শরদের রাজনৈতিক কেরিয়ার ছিল বিহারে। বিহারে ২০২০ সালে বিধানসভা নির্বাচনের আগে শরদের কন্যা সুভাষিণী রাজা রাও কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

Skip to content