প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মোহালির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার রাত ৮টায় তাঁর মৃত্যু হয়।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫। পরিবারের তরফে জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার রাত ৮টায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
বুধবার থেকে ফের চড়বে তাপমাত্রা, কতটা বাড়বে গরম? বৃষ্টি হবে!
কানে সারা ক্ষণ ‘ইয়ারবাড’ গুঁজে গান শোনেন? কোন বিপদ ডেকে আনছেন জানেন?
শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল পঞ্জাবে চার বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। গত কয়েক বছর বয়সজনিত কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। দলের সাংগঠনিক দায়িত্ব ছেলে সুখবীরের হাতে তুলে দিয়েছিলেন।
আরও পড়ুন:
ডায়েট ফটাফট: ডাবের জলের এই গুণগুলির কথা জানতেন?
স্বাদে-আহ্লাদে: ‘এগ পকেট’ পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি
পঞ্জাবের মুক্তসর জেলায় ১৯২৭ সালে বাদলের জন্ম। তাঁর পড়াশোনা ব্রিটিশ জমানার অবিভক্ত পঞ্জাবের রাজধানী লাহোরে। ১৯৪৭ সালে গ্রামপ্রধান নির্বাচিত হন। সেই-ই রাজনীতিতে তাঁর হাতেখড়ি। শিরোমণি অকালি দলের টিকিটে ১৯৫৭ সালে প্রথম বার বিধানসভা নির্বাচনে জয়। বাদল প্রথম মন্ত্রী হয়েছিলেন ১৯৬৮ সালে। পআর তার পরের বছরেই তিনি মুখ্যমন্ত্রী হন। বাদল ১৯৭৭ সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নেতৃত্বধানী প্রথম অকংগ্রেস সরকারেরও মন্ত্রী হয়েছিলেন। বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, ‘‘ভারতীয় রাজনীতিতে তিনি ছিলেন এক সুউচ্চ ব্যক্তিত্ব।’’