১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনও কর, মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর নয়। এমনই ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার, ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী জানান, ‘‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
অর্থমন্ত্রী বলেন, ‘‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।’’ গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। তিনি জানিয়েছেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ, আট থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।
পাশাপাশি নতুন স্ল্যাবে ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ করের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এত দিন পর্যন্ত বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হত পাঁচ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা
● এবার বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় ঘোষণা করলেন । ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
মেডিক্যাল কলেজগুলিতে আসনসংখ্যা বৃদ্ধি
● আগামী পাঁচ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা নির্মলার। আগামী বছর ১০ হাজার আসন বৃদ্ধি করা হবে। সেই সঙ্গে, সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরির কথা জানালেন নির্মলা সীতারামন। আগামী ৩ বছরে মোট ২ হাজার ক্যানসার সেন্টার তৈরির কথা জানিয়েছেন তিনি।
৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক
● ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা।
আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত
● আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়ার জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা। সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করা এবং আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
‘জল জীবন মিশন’ প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি
● ‘জল জীবন মিশন’ প্রকল্প ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছেন নির্মলা। সেই সঙ্গে ১ লাখ আবাসনের কাজ দ্রুত শেষ করতে ১৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণাও করলেন অর্থমন্ত্রী। আবার, স্টার্টআপ তহবিলে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও বাজেটে রয়েছে।
২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ
● ২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সরকারি স্কুলে ইন্টারনেট!
● ২০২৫ সালের বাজেট পেশ করেছেন সীতারামন। শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দেশের সব সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে কেন্দ্রীয় সরকার। স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা স্থাপন করা হবে। তার মাধ্যমে স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা। শিক্ষক-শিক্ষিকাদেরও পড়াতে সুবিধা হবে। পাশাপাশি প্রযুক্তিবিদ্যায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আগামী সপ্তাহে নতুন আয়কর বিল
● সংসদে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ হবে। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা সুরাহা পাবেন বলে তিনি জানান। পাশাপাশি বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও নির্মলা ঘোষণা করেছেন।
ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা
● কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে। বিহারে মাখনা বোর্ড তৈরি হবে বলেও তিনি জানালেন। অর্থমন্ত্রী এও জানিয়েছেন, ধনধান্য যোজনার আওতায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।
কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি
● কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে।মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন।