ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংক্রান্ত নিয়মে বদলের কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক বিষয়টি নিয়ে ইতিমধ্যে কয়েক দফা আলোচনাও করেছে বলে খবর। বর্তমান ১৫ হাজার টাকা বেতনের ওপর যে হারে পিএফ বাবদ টাকা কাটার নিয়ম আছে, তাতে বদল আনার কথা ভাবছে সরকার। কনসিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী যেমন ডিএ বাড়ে, ভবিষ্যতে পিএফ বাবদ টাকা কাটার হারেও পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে পিএফ বাবদ বেসিক বেতনের ১২ শতাংশ টাকা কাটা হয়। এর মধ্যে পেনশন অ্যাকাউন্টে এই পরমাণ টাকার ৮.৩৩ শতাংশ জমা পড়ে।