শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনার এই বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিন্ডে ছাড়াও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।
শিন্ডে বলেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের বিধায়করা নিজেদের কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করে যাবেন। দেবেন্দ্র ফডণবীস সম্পর্কে তিনি বলেন, বিজেপির ১২০ জন বিধায়ক থাকা সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি। তাঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ও অমিত শাহের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে ফডণবীস নতুন সরকারের মন্ত্রিসভাতে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়ে দেন দেবেন্দ্রকেই উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি। তিনি টুইট করেও উপমুখ্যমন্ত্রী হিসেবে ফডণবীসের নাম উল্লেখ করেন। নাড্ডা এও বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দেবেন্দ্র ফডণবীসের সরকারে থাকা উচিত। উপমুখ্যমন্ত্রী পদের জন্য তাঁকে ব্যক্তিগত ভাবেও অনুরোধ করা হয়েছে। সূত্রের খবর, অমিত শাহ এবং নাড্ডার কথাতেই ফডণবীস উপমুখ্যমন্ত্রী পদের জন্য রাজি হয়ে যান।

Skip to content