শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সঞ্জয় রাউতকে হেফাজতে নিয়েছে ইডি।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে আটকে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি। পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয়কে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
সাংসদ সঞ্জয়ের ভাই সুনীলের অভিযোগ করেন, উদ্ধব ঠাকরের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই সঞ্জয়কে হেনস্থা করা হচ্ছে। তাঁর কথায়, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বেআইনি কিছুই পাওয়া যায়নি। যদিও বিজেপি তাঁকে ছাড়বে না। তাই এই মামলায় তাঁকে পরিকল্পনা করে হেনস্থা করা হচ্ছে।’
রবিবার অভিযানের আগে সঞ্জয় টুইটারে লিখেছিলেন, ‘মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান। শিবসেনা ছাড়ব না… মৃত্যু হলেও আত্মসমর্পণ করব না। জয় মহারাষ্ট্র।’ এও লিখেছেন, ‘আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শপথ নিয়ে বলছি… বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছেন। লড়াই চালিয়ে যাব।’ আজ অভিযান চলাকালীন শিবসেনা সাংসদ বাড়ির সামনে তাঁর সমর্থকেরা ভীড় জমান। এর আগে গত ১ জুলাই সঞ্জয়কে জেরা করেছিল ইডি। সেদিন তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। পাশাপাশি গত এপ্রিল মাসে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা এবং দুই ঘনিষ্ঠের নামে থাকা ১১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে।

Skip to content