রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


বকেয়া সুদ দ্রুত মিটিয়ে দেওয়া হবে এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) এমন ঘোষণা হয়েছিল গত অক্টোবর মাসে। যদিও সেই ঘোষণার পরেও সুদ বাবদ বকেয়া অর্থ ঢোকেনি কর্মীদের অ্যাকাউন্টে। বিষয়টি নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছিল কর্মচারীদের একটা বড় অংশের মধ্যে।
এ নিয়ে আলেকজান্ডার স্টুয়ার্ট নামের এক ব্যক্তি ইপিএফও-র উদ্দেশে টুইট করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, “কর্মচারীদের যদি সুদ না দেওয়া হয়, তাহলে তাঁদের প্রাপ্য বেতন থেকে কেন ট্যাক্স কাটা হচ্ছে?” টুইটে তিনি টুইটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সচিবালয় ছাড়াও দুই বিরোধী দল কংগ্রেস এবং আপের নাম উল্লেখ করেন।

আরও পড়ুন:

চমকের পর চমক, এ বার হোয়াটসঅ্যাপেই পাবেন এলআইসি-র যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন সহজ উপায়

এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

আলেকজান্ডার স্টুয়ার্ট-এর এই টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করে ইপিএফও। সেই টুইটে ইপিএফও জানায়, দফতর কর্মচারীদের সুদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেই সঙ্গে পিএফ অ্যাকাউন্ট গ্রাহকদের ইপিএফও এমন বার্তাও দেয়, “প্রিয় সদস্যরা, আপনাদের সুদ বাবদ অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়িই আপনাদের অ্যাকাউন্টে সেই অর্থ জমা পড়ে যাবে।” এও জানানো হয়, সুদ বাবদ পুরো অর্থই কর্মচারীদের দেওয়া হবে।

Skip to content