বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিমানযাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া বিমান উঠলে তাঁদের নামিয়ে দেওয়া হতে পারে, এমন নির্দেশ দিয়েছে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। তবে শুধু বিমানে নয়, বিমানবন্দরে প্রবেশ করার সময়েও মুখে মাস্ক পরতে হবে। নির্দেশে বলা হয়েছে, যাত্রীরা মাস্ক পরে না এলে, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের মাস্ক দেবে। এর পরও যদি কেউ মাস্ক পরতে অস্বীকার তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশে বলা হয়েছে, বিশেষ কোনও পরিস্থিতি ছাড়া মাস্ক খোলা যাবে না। সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ বাহিনী এ নিয়ে নজরদারি চালাবে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছে, কোনও বিমানযাত্রী কোভিড বিধি না মানলে তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে। ডিজিসিএ এর পরই নির্দেশ জারি করল। দিল্লি হাই কোর্ট নির্দেশে এও জানিয়েছে, কোভিড বিধি না মানা ব্যক্তিদের বিমান থেকে নামিয়ে দেওয়ার পাশাপাশি, সেই ব্যক্তিকে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করা যেতে পারে। ‘নো-ফ্লাই’-এর অর্থ, ওই ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য বিমানে যাতায়াত করতে পারবেন না। প্রয়োজন হলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতেও তুলে দিতে পারে।

Skip to content