সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

শুক্রবার সকাল থেকেই দিল্লির আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা। এর জেরে বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা বেশ কম থাকায় কিছু বিমান দেরিতে চলছে।
দিল্লি-ধরমশালা-চণ্ডীগড়, দিল্লি-সানফ্রান্সিসকো, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু, কাঠমান্ডু, দিল্লি-জয়পুর, দিল্লি-শিমলা-দেহরাদূন শাখায় ভীষণ ভাবে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। কমপক্ষে ৬টি বিমান দেরিতে উড়েছে শুধু দিল্লি বিমানবন্দর থেকেই।
আরও পড়ুন:

১২ দিনে জোশীমঠের মাটি ধসেছে ৫.৪ সেন্টিমিটার! ধরা পড়েছে ইসরোর উপগ্রহ চিত্রে, আরও সতর্ক প্রশাসন

ডায়েট ফটাফট: সানস্ক্রিন মাখবেন তো বটেই, এবার খেয়েও দেখুন—সিঙ্গল ইনভেস্টমেন্টে ডবল প্রফিট!

শুক্রবার ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লির আকাশ। এর জেরে দৃশ্যমানতাও কমেছে। দিল্লির সফদরজং এলাকায় শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, পালাম এলাকায় ভোর ৬টা ১০ মিনিটে দৃশ্যমানতা ছিল মাত্র ১০০ মিটার। দিল্লির পাশাপাশি হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের একাংশও ঘন কুয়াশায় জেরবার।

Skip to content