রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

এক তরুণীকে দু’দিন ধরে গণধর্ষণের পর বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়া হল! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গাজিয়াবাদে। ওই তরুণীকে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে। এখন তিনি চিকিৎসাধীন। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, তরুণীকে যখন উদ্ধার করা হয়, সে সময় তাঁর গোপনাঙ্গে একটি লোহার রড ঢোকানো ছিল।
৩৮ বছরের ওই মহিলা দিল্লির নন্দনাগরির বাসিন্দা। গত ১৬ অক্টোবর গাজিয়াবাদের রাস্তা থেকে চার দুষ্কৃতী তাঁকে অপহরণ করে বলে অভিযোগ। শুধু চার দুষ্কৃতী নয়, আরও কয়েকজন মিলে দু’দিন ধরে মহিলাকে ধর্ষণ করে। বুধবার ওই মহিলাকে আশ্রম রোডের কাছে থেকে উদ্ধারের পর দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
এ প্রসঙ্গে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, ভয়ংকর এই ঘটনায় নির্ভয়া কাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। শিউরে ওঠার মতো ঘটনা। বুধবার দিল্লি মহিলা কমিশনের কমিশনের প্যানেল বলেছে, এই বিষয়ে গাজিয়াবাদের পুলিশ সুপারকে নোটিস পাঠিনো হয়েছে। হাড়হিম করা এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে বলা হয়েছে। সঙ্গে এফআইআর-এর প্রতিলিপিও চাওয়া হয়েছে।
আরও পড়ুন:

ডাক্তারের ডায়েরি, পর্ব-৪০: স্বপ্ন সুরভি মাখা দুর্লভ রাত্রি এবং জগন্ময় মিত্র

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৫: এমন সুন্দরের মাঝে নির্ভয়ে হারিয়ে যাওয়ার সুযোগ জীবনে রোজ রোজ আসে না…

দিল্লি মহিলা কমিশন নোটিসে উল্লেখ করেছে, ‘‘ভাইয়ের জন্মদিন উপলক্ষে গাজিয়াবাদে গিয়েছিলেন তরুণী। ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথেই ঘটনাটি ঘটে। দিল্লির নন্দনগরীর বাসিন্দা ওই তরুণী গত ১৬ অক্টোবর রাতে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় চার ব্যক্তি একটি এসইউভি গাড়িতে তাঁকে অপহরণ করে একটি অজানা জায়গায় জিয়ে গিয়ে দু’দিন ধরে তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়। তাঁকে একাধিক জন গণধর্ষণ করে। গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। শেষে মহিলার পা বেঁধে একটি বস্তায় ঢুকিয়ে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হয়। বুধবার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে।

Skip to content