বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনায় মৃত্যু হার নিম্নমুখী হলেও ফের চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি। সরকারি তথ্য অনুযায়ী, গতকাল শনিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। এই বৃদ্ধির হার প্রায় ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫০ জন। আর সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৫৮। এই পরিসংখ্যান বেশ চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ জনের, যা আগের দিনের সমান।
ফের সংক্রমণের সংখ্যা বাড়ায় আর কোনও রকম ঝুঁকি না নিয়ে সতর্ক থাকতে চাইছে প্রশাসন। আগামীকাল অর্থাৎ সোমবার থাকে রাজধানীর শহরের মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, দোকান-বাজার মতো জনবহুল জায়গায় করোনা পরীক্ষা শুরু করা হচ্ছে। সেই সঙ্গে মাস্ক পরা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এখনও পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত রোগী বিরাট সংখ্যা না বাড়লেও সংক্রমণের হার বাড়ায় চিন্তিত প্রশাসন। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হচ্ছে জেলা আধিকারিকদের।

Skip to content