Skip to content
শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

বিপাকে কেজরীবাল সরকারের দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। রবিবার সিবিআই তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে। সিসৌদিয়া ছাড়াও আরও ১৩ জনের বিরুদ্ধে দিল্লি আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে এই লুক আউট সার্কুলার জারি করা হয়।
উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি জায়গায় শুক্রবার সকালে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই ১৪ জনেরই নাম ছিল সিবিআই-এর এফআইআরে। লুক আউট সার্কুলার জারির ফলে ওই ১৪ জন যেতে পারবেন না দেশের বাইরে।
সিবিআই তল্লাশি নিয়ে সিসৌদিয়া বলেছিলেন, ‘‘সিবিআই দল আমার বাড়িতে এসেছিল। তাঁরা তল্লাশি চালিয়েছেন। কম্পিউটার ও ফোন বাজেয়াপ্ত করেছে। তদন্তকারী আধিকারিকেরা কিছু ফাইল নিয়ে গিয়েছেন। আমি এবং আমার পরিবার তদন্তকারী দলকে সহযোগিতা করেছি, আগামী দিনেও করব। কোনও দুর্নীতি করিনি, তাই ভয় পাই না।’’
মণীশ সিসৌদিয়ার বাড়িতে সিবিআই অভিযানের পরই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী প্রধান অরবিন্দ কেজরিবাল। টুইটারে কেজরীবাল লিখেছিলেন, ‘যে দিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র এনওয়াইটি-র প্রথম পাতায় দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়, সিসৌদিয়ার ছবি ছাপা হয়েছে, সেই দিনই তাঁর বাড়িতে সিবিআই পাঠানো হল। সিবিআইকে স্বাগত। সার্বিক সহযোগিতা করা হবে…।’’