রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩,২১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪ হাজারেরও বেশি। আর শুধু মুম্বইতে সংক্রমিত হয়েছেন ২২২৫ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১৭৯৭ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ১০৮। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। রিপোর্টে প্রকাশ, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জনের। ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনামুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Skip to content