বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


সাইরাস মিস্ত্রীর শেষকৃত্যে সিমোন টাটা। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে টাটা সন্সের কোনও শীর্ষ কর্তা উপস্থিত ছিলেন না। যদিও তাঁর সৎমা সিমোন টাটা হাজির ছিলেন। অন্ত্যেষ্টিস্থলে নবতিপর সিমোন হুইল চেয়ারে শেষকৃত্যের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। উল্লেখ্য, সিমোন রতনের বাবা নাভাল টাটার দ্বিতীয় স্ত্রী। এক সময় টাটা-র রূপটানের ব্র্যান্ডকে নেতৃত্ব দেন তিনি।
আরও পড়ুন:

গোমাংস-মন্তব্যের জের, রণবীর-আলিয়াকে উজ্জয়িনীর শিবমন্দিরে ঢুকতেই দেওয়া হল না

সাইরাসের গাড়িতে সাতটি এয়ারব্যাগ থাকা সত্বেও মৃত্যু কেন? গাড়ি থেকে ‘ভেহিকল ডাটা’ সংগ্রহ করল মার্সিডিজ

নাভাল টাটা এবং নাভালের এক মাত্র সন্তান নোয়েল টাটা। রতনের সৎভাই নোয়েলের শ্যালক হলেন সাইরাস। নোয়েল পালনজির মেয়ে অল্লু মিস্ত্রিকে বিয়ে করেন। নোয়েলও টাটা সন্সের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সাপুরজি-পালোনজি গোষ্ঠীর কনিষ্ঠতম প্রতিনিধি সাইরাস মিস্ত্রি এই টাটা সন্সের সঙ্গেই আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন। তাঁকে টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে সরতে দেওয়া হয়। এর ফলে রতন টাটা এবং সাইরাসের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ফলস্বরূপ সাইরাসের শেষকৃত্যেও অনুপস্থিত থাকলেন টাটা সন্সের কর্মকর্তারা।

Skip to content