শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ঘূর্ণিঝড় ‘মোকা’র আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই আবার একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। এই ঘূর্ণিঝড়ের নাম ‘বিপর্যয়’। নামকরণ করেছে বাংলাদেশ। মৌসম ভবন জানিয়েছে, একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আরব সাগরে।
মৌসম ভবন মনে করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। হাওয়া দফতর এও জানিয়েছে, মধ্যপূর্ব এবং দক্ষিণপূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। হাওয়া দফতর জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।
আরও পড়ুন:

রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহ! নবান্নের সুপারিশে রাজ্যপালের সই

পঞ্চমে মেলোডি, পর্ব-১৪: কিশোরের শুধু কণ্ঠই নয়, তাঁর অভিনয় ক্ষমতাকেও গানের নেপথ্যে সুকৌশলে কাজে লাগাতেন পঞ্চম

হাওয়া দফতর সুত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ‘বিপর্যয়’ পাকিস্তানে আছড়ে পড়তে পারে। প্রভাব পড়ার সম্ভাবনা ভারতেও রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী বিভিন্ন এলাকায়। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:

ঘূর্ণিঝড় ও নতুন ঘূর্ণাবর্তের জেরে বাংলায় ঢুকতে পারছেন না বর্ষা! দহনযন্ত্রণা আর কত দিন? কী বলছে হাওয়া দফতর

চলো যাই ঘুরে আসি: দ্রোণস্থলীর দেবতা টপকেশ্বর মহাদেব

তবে ঘূর্ণিঝড়ের জেরে এখনই বৃষ্টির দেখা মিলবে না। আগামী ১৫ জুন নাগাদ মুম্বইয়ে বৃষ্টি শুরুর পূর্বাভাস জারি করা হয়েছিল। যদিও সেই সম্ভাবনা পিছিয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের জন্য মুম্বইয়ে বর্ষা শুরু হতে আরও দুই থেকে তিন দিন পিছিয়ে যেতে পারে।

Skip to content