Skip to content
মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন! ১০৯ দিন পর সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পেরল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত বুধবারের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। সাত হাজার ৬২৪ জন এক দিনে সুস্থ হয়েছেন। ৯৮.৬৫ শতাংশ সুস্থতার হার। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, তামিলনাড়ু, গুজরাতে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণের হার। মহারাষ্ট্রে বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ২৪ জন। দিল্লিতে ১৩৭৫ জন। পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা এবং গুজরাতে ২৩০, ২০৫, ১৮৪ জন আক্রান্ত হয়েছেন বুধবার।