শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনায় একদিনে তিনজনের মৃত্যু হল সাংহাইতে। হংকং-এও উত্তোরোত্তর বাড়ছে সংক্রমণ। করোনাবিধি আরও জোরদার করতেই হংকং থেকে যাওয়া-আসার সমস্ত বিমান বাতিল করল ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া। রবিবার এই ব্যাপারে একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যেহেতু এই মুহূর্তে ভারত থেকে হংকং যাওয়ার বিশেষ চাহিদা নেই এবং করোনাসংক্রান্ত বিধি-নিষেধের কথা মাথায় রেখেই ১৯ এবং ২৩ এপ্রিলের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। হংকং-এর কোভিডবিধি অনুযায়ী যাত্রার ৪৮ ঘণ্টার আগে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই ভারত থেকে যাত্রীরা হংকং-এ যেতে পারবেন।
করোনা নিয়ে বহু আগে থেকেই চিন জিরো টলারেন্স নীতি অবলম্বন করা সত্ত্বেও পরিস্থিতির অবনতি ঘটায় চিন্তিত বাসিন্দারা। এর আগে তৃতীয় ঢেউ-এর সময়ে অর্থাৎ জানুয়ারী মাসে ভারত-সহ ৮টি দেশের বিমানের ওপর নিষষেধাজ্ঞা জারি করেছিল হংকং সরকার। ভারত ছাড়া ওই আটটি দেশের মধ্যে ছিল ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ফ্রান্স, পাকিস্তান এবং ফিলিপিন্সও। সেই সময়ে হংকং জানিয়েছিল, স্থানীয় কোভিড পরিস্থিতির আচমকা অবনতি হওয়ার কারণেই এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বারও চিনে কোভিড পরিস্থিতির অবনতি আরম্ভ হতেই হংকংয়ে কোভিড বিধি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে।

Skip to content